Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ০৫টি উপজেলায় সাম্প্রতি বিভিন্ন সময়ে কালবৈশাখী ঝড়/শিলা বৃষ্টি/বজ্রাপাত/ আগুনে পোড়া/বন্যা ও নদীভাঙ্গনসহ  বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্হ ও অসহায় পরিবারকে আর্থিকভাবে সাহায্য প্রদান করা হয় ।এ জেলায় চলমান অর্থ বছরে অতিদরিদ্র ও দুঃস্হদের মাঝে ৪০৩ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ ১২,,০৯,০০০/-টাকা বিতরণ করা হয়েছে। জেলা বিভিন্ন সরকাবি/বেসরকারি এতিখান/লিল্লহবোর্ডিং/অনাথ আশ্রম/মুসাফিরখানা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্তদের আহার্য বাবদ ৭৫ মেট্রিক টন জিআর চাল প্রদান করা হয়েছে। এছাড়া বজ্রপাত ও দুর্ঘটনায় মৃত ব্যক্তির অসচ্ছল পরিবারকে জিআর ক্যাশ (নগদ অর্থ) হিসেবে ৮০,০০০/-টাকা সাহায্য প্রদান করা হয়েছে। জেলার দুঃস্হ অসহায় ও গরীব শীতার্তদের মাঝে ৩৯,১৯১ পিস কম্বল ও শুকনা খাবার যেমন চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, বিস্কুট, চিড়া, মুড়ি, লবনসহ  অন্যান্য সামগ্রী ৬০ মেঃটন  এবং বছরে এক বার সৈদী সরকার কর্তৃক বরাদ্দকৃত কুরবানীয় মাংশ (দুম্বা) ও রমজান মাসে রাজকীয় সৈদী খেজুর বিতরণ করা হয়।

 

০১. চালমান অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ০৫টি উপজেলা ও ০৪টি পৌরসভার  জন্য  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণ ১ম পর্যায়ে উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ ১,১৬,৭৭,৮৯৯/৯৩ টাকা ও সোলার হামো সিস্টেম খাতে ১,১৪,৪৪,৩৩৬/৪৯ টাকা। এবং ০৩টি নির্বাচনী এলাকা জন্য মাননীয় সংসদ সদস্যগণের অনুকূলে উন্নয়ন খাতে ১,৪৬,০৭,৬০৯/৯৬ টাকা ও সোলার হোম সিস্টেম খাতে ১,৪৩,১৫,৪৫৭/৭৮টাকা প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) সাধারণ ১ম পর্যায় উপজেলার জন্য উন্নয়ন খাতে-১,৩৪,৬৫,৩৪৯/৯৪ টাকা ও সোলার হোম সিস্টেম খাতে ১,৩১,৯৬,০৪২/৯৪ টাকা এবং ০৩টি নির্বাচনী এলাকার জন্য মাননীয় সংস সদস্যগণের অনুকূলে উন্নয়ন খাতে ১,৭২,৮৮,৯৯২/২০ টাকা ও সোলা হোম সিস্টেম খাতে ১,৬৯,৪৩,২১৫/১৯টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।    

 

০২. চালমান অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ০৫টি উপজেলা ও ০৪টি পৌরসভার  জন্য  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণ ২য় পর্যায়ে উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ ১,১৬,৭৭,৮৯৯/৯৩ টাকা ও সোলার হামো সিস্টেম খাতে ১,১৪,৪৪,৩৩৬/৪৯ টাকা। এবং ০৩টি নির্বাচনী এলাকা জন্য মাননীয় সংসদ সদস্যগণের অনুকূলে উন্নয়ন খাতে১,৪৪,৪৭,২২৫/৬৫ টাকা ও সোলার হোম সিস্টেম খাতে ১,৪৩,১৫,৪৫৭/৭৮ টাকা প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) সাধারণ ২য় পর্যায় উপজেলার জন্য উন্নয়ন খাতে-৩৪৪.১২৫৯ মেট্রিক টন খাদ্যশষ্য (চাল) সোলার হোম সিস্টেম খাতে ১,৩১,৮৬,৬৬৯/৩৭ টাকা এবং ০৩টি নির্বাচনী এলাকার জন্য মাননীয় সংস সদস্যগণের অনুকূলে উন্নয়ন খাতে ৪৪২.৫৮ মেট্রিক টন (চাল) ও সোলা হোম সিস্টেম খাতে ১,৬৯,৪৩,২১৫/২৯ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।    

 

০৩.  ২০১৭-১৮ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্হান(ইজিপিপি) কর্মসূচির আওতায় জেলাধীন ৫টি উজেলা জন্য ১ম পর্যায়ের জন্য  

        ৭,৩৬,৫৬,০০০ টাকা ও ২য় পর্যায়ের জন্য ৭,৩৬,৫৬,০০০  টাকা  এবং গ্রামীণ রাস্তায় হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের   

         ৫,৭৩,৭৮,৩৫১বরাদ্দ প্রদান করা হয়।